বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

মায়েদের পূজা করল সন্তানরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পূর্ব কলাগাছিয়া গ্রামে একসঙ্গে পঞ্চাশ মায়ের পূজা হয়েছে দুর্গা পূজার পঞ্চমীতে সোমবার রাতে। এ অনন্য অনুষ্ঠানের আয়োজক ওই গ্রামের  কৃতী সন্তান স্বনামধন্য কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার ‘সাহিত্য সংগীত একাডেমি’ প্রাঙ্গণে এ আয়োজন করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। তিনি প্রতি বছরই এ ধরনের আয়োজনের আশা রাখেন। আর হিন্দু নেতারাও তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধ হয়ে চেয়ারে বসে আছেন মায়েরা। তাদের প্রত্যেকের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন তাদের নিজ নিজ সন্তানরা। সন্তানরা ফুল, চন্দন, তুলসী, দুর্বা দিয়ে পূজা দিলেন মায়ের। নকুল কুমার বিশ্বাস বলেন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের ভক্তি-শ্রদ্ধার সম্পর্ক মজবুত করার জন্য জ্যান্ত মায়ের পূজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকে বলছেন, শেষ বয়সে বাবা-মায়ের প্রতি উপেক্ষার মনোভাবও দূর করে দেবে এ ধরনের পূজা।

সর্বশেষ খবর