বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বি.চৌধুরী ও ড. কামালের বিবৃতি

মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসুন

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

গতকাল এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে তারা মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং বিশ্বজনমত গঠনে প্রয়াস অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বিশ্বজনমত গঠনে রাশিয়া, চীন ও ভারতসহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল অন্যান্য রাষ্ট্রকে রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করারও পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মিয়ানমার সরকারের উদ্দেশে বলেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটিয়ে লাখ লাখ মানুষকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা বন্ধ করতে হবে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করতে হবে। তারা বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের অবিলম্বে মিয়ানমারে ফেরত নিতে হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমার সরকারের গঠিত কফি আনান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তাদের সসম্মানে পুনর্বাসন করতে হবে। বিবৃতিতে দুই প্রবীণ রাজনীতিক বলেন, যেহেতু নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণ মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, সেহেতু এ বিষয়ে মিয়ানমার সরকারকে তাদের সৃষ্ট সমস্যার গভীরতা উপলব্ধি করতে হবে। উভয়  দেশের মধ্যে এ ধরনের অনভিপ্রেত ও অমানবিক সমস্যার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। বাংলাদেশসহ মিয়ানমারের মধ্যে সুন্দর প্রতিবেশীসুলভ সম্পর্ক সৃষ্টির ভিত্তি এখনই স্থাপন করতে হবে। সুতরাং দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সমঝোতামূলক আদান-প্রদান হওয়া অত্যন্ত জরুরি। তাই উভয় দেশকে অনতিবিলম্বে আলোচনার টেবিলে আসতে হবে।

সর্বশেষ খবর