শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আক্কাস পাঁচ দিনের রিমান্ডে

কান্না থামছে না নিহত কিশোরের মা-বাবার

ময়মনসিংহ প্রতিনিধি

‘টেহা নাই। জমি থাকলেও হইতো। বেইচ্চা মামলা চালাইতাম। এহন মামলা চালায়াম কেমনে? আমার সাগররে যারা মারছে হেগর বিচার কেমনে দেহাম? পোড়া কফাল আমার।’

গতকাল পুলিশ ওই মামলায় গ্রেফতার হওয়া রুবেলকে আদালতে সোপর্দ করে সাত দিন রিমান্ড চেয়েছে। কাহালু থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় কারখানা শ্রমিক কাহালুর কালাই নওদাপাড়ার জাহাঙ্গীরের ছেলে রুবেলকে (২৩) পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে এবিসি টাইলস নামে একটি কারখানায় বাতাস দিয়ে যন্ত্রাংশ পরিষ্কারের শ্রমিক হিসেবে কাজ করত কাহালুর বীরকেদার গ্রামের আবদুল হান্নানের ছেলে রাসেল। একই কারখানায় রাসেলের সঙ্গে আরও বেশ কয়েকজন কাজ করত। বৃহস্পতিবার নৈশকালীন ডিউটি করে শুক্রবার সকাল ৮টায় রাসেলের ডিউটি শেষ হয়ে যায়। কারখানা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে অপর শ্রমিক রুবেল রাসেলের পায়ুপথে বাতাস দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারখানার শ্রমিকরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সে দুপুরে মারা যায়। রাসেলের পিতার এক হাত নেই। পরিবারে ছোট এক ভাই ও মা আছেন। পরিবারের আয়ের একমাত্র উপার্জনক্ষম ছিল নিহত রাসেল।

সর্বশেষ খবর