সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শারদীয়া দুর্গা উৎসবের ছুটিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের উম্মাদনায় সৈকত জুড়ে আনন্দময় পরিবেশ বিরাজ করছে। স্থানীয় রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবারঘর, চটপটির দোকানসহ পর্যটনমুখী ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে।
দেশি-বিদেশি পর্যটকদের আগমনে সৈকতের কোথাও তিল ধারণের ঠাঁই নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকত লাগোয়া নারিকেল বাগান, ইকোপার্ক, ইলিশপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুঁটকি পল্লী ও কুয়াকাটার জিরো পয়েন্টে শিশু কিশোর যুবক যুবতীসহ নানা বয়সী পর্যটকদের আগমনে আনন্দময় পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় হোটেল মোটেল ব্যবসায়ীরা চাঙা হয়ে উঠেছেন। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি মহিপুর থানা পুলিশের বিভিন্ন পয়েন্টে টহল রয়েছে।