শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
নিউইয়র্কে হত্যা মামলা

বাংলাদেশি যুবকের ২৫ বছর জেল

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী মহিউদ্দিন মাহমুদ দুলালকে (৫৭) গলা কেটে হত্যা মামলায় আরেক বাংলাদেশি যুবক মোহাম্মদ রাসেল সিদ্দিকীকে (৩০) ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত। খবর : নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ’র।

গত বৃহস্পতিবার ব্রুকলিন সুপ্রিম কোর্টে বিচারপতি নীল ফিরেটোগ এ রায় প্রদান করেন। এ সময় রাসেল ছিলেন ভাবলেশহীন। উল্লেখ্য, গ্রেফতারের পর রাসেল নিজের দোষ স্বীকার করেন। তিনি এও বলেন, এ হত্যাকাণ্ডে দ্বিতীয় কোনো ব্যক্তি জড়িত নন। প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে ধারালো তলোয়াড় দিয়ে দুলালকে জবাই করা হয়। সন্দ্বীপের সন্তান দুলালের ভাড়াটে ছিলেন রাসেল। রাসেলের বাড়ি নোয়াখালী। তিনি দুলালের ব্যবসা প্রতিষ্ঠানের বেসমেন্টে থাকতেন। সেখানেই দুলালকে হত্যা করে রাসেল বাংলাদেশে পালানোর চেষ্টা করেন। কিন্তু নিউইয়র্কের পুলিশ সে চেষ্টা ব্যর্থ করে ৮ জানুয়ারি (হত্যার দুদিন পর) তাকে জেএফকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর