শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাসীরা ‘বাংলাদেশ প্রতিদিন’ বিলি করতে দেয়নি পীরগঞ্জে

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাবেক এমপি ইমদাদুল হকের একদল সন্ত্রাসী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এর একটি কপিও বিলি করতে দেয়নি। পত্রিকার প্যাকেট পৌঁছার সঙ্গে সঙ্গেই হকারদের কাছ থেকে সব কপি নিয়ে নেয়। তারা বলে, ‘এই পত্রিকা বিক্রি করতে দেওয়া হবে না।’

ওদের রুষ্ট হওয়ার কারণ, গতকাল প্রকাশিত হয় ‘এখানে কী? বলেই থাপ্পড়, পিস্তল উঁচিয়ে নেতা অপহরণ’ শীর্ষক একটি সংবাদ। ওই সংবাদে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে বাঁশগাড়া পূজামণ্ডপের মঞ্চে মারপিট ও অপহরণ করে মুক্তিপণ আদায় ও সাদা স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছিল। রবি থানায় এজাহার করেছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক ও তার লোকেরা তাকে প্রহার ও অপহরণ করেন। প্রকাশিত সংবাদটি গতকাল গোটা ঠাকুরগাঁও জেলায় আলোচিত বিষয়ে পরিণত হয়। এলাকার নিয়মিত পাঠকের পাশাপাশি সাধারণ পাঠকরাও বাংলাদেশ প্রতিদিনের কপি সংগ্রহের জন্য এজেন্টের অফিসে ভিড় করছেন। এজেন্ট নশরতে খোদা রানা জানান, সব পত্রিকা বিক্রি হয়ে গেছে।

সর্বশেষ খবর