সিলেট শহরতলির খাদিমপাড়ার একটি মাছের খামারে ভাসছিল এক যুবকের নিথর দেহ। ‘লাশ’ মনে করে স্থানীয়রা খবর দেন পুলিশে। ‘লাশ’ উদ্ধার করে পুলিশ যখন সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল, তখন যুবকের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। নাকে হাত দিয়ে পুলিশ টের পায় শ্বাস-প্রশ্বাস চলছে যুবকের। এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরে যুবকের।
সিলেট নগরীর শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খাদিমপাড়ায় একটি মাছের খামার থেকে এক যুবকের ‘লাশ’ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ওই যুবকের শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরে তার। জ্ঞান ফেরার পর যুবকটি তার নাম ইব্রাহিম মোল্লা ও বয়স ৩০ বছর বলে জানান। বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায়। চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আখতার জানিয়েছেন, ইব্রাহিম মোল্লা মানসিকভাবে অসুস্থ।