বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নাশকতার মামলায় আলালসহ বিএনপির ৬১ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ ছাড়া সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ৪ মার্চ দিন ধার্য করেছেন বিচারক। গতকাল ঢাকার ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ আদেশ দেন। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার হলো। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে ১২ আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওই আবেদন নাকচ করে দেন। পরে আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এ মামলায় আলাল ছাড়া বাকি আসামিরা স্থানীয় নেতা-কর্মী। মামলার নথিসূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ২০১৪ সালে গাড়ি ভাঙচুর করে আসামিরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘটনা তদন্ত করে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আলালসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে এক আসামির মৃত্যু হয়। আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলছে।

সর্বশেষ খবর