বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

বিষধর সাপ ভাইপার

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

বিষধর সাপ ভাইপার

ভাইপার একটি বিষধর সাপ।  এটি vipreidae গোত্রের। এ গোত্রে রয়েছে vipreinae  ও  crotalinae নামে দুইটি উপগোত্র। crotalinae উপগোত্রে রয়েছে পিট ভাইপার। বাংলায় এ সাপকে বলা হয় সবুজ বোড়া।

 বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে মূলত সিলেট বিভাগ এবং পার্বত্য অঞ্চলের বনাঞ্চলে পিট ভাইপার দেখা যায়। সুন্দরবনেরও এ সাপটি পাওয়া যায়। পিট ভাইপার সাপের রয়েছে দুই তিনটি প্রজাতি। তবে সব প্রজাতিই দেখতে সবুজ এবং  প্রায় একই রকম। এরা দুই ফুটের মতো লম্বা হয়। ভাইপারের মাথা চ্যাপ্টা, আকারে বড় এবং দেখতে ত্রিকোণের মতো। চলাফেরা করে খুব আস্তে আস্তে। পিট ভাইপার সাপ, ব্যাঙ, পাখি, ইঁদুর খেয়ে জীবন ধারণ করে থাকে। সাধারণত এরা লুকিয়ে বসে থাকে আর শিকার এলেই ছোবল দিয়ে খায়। ভাইপারের উপরের চোয়ালে এক জোড়া লম্বা বিষ দাঁত থাকে। ওই দাঁত দুটি তারা মুখের তালুর সঙ্গে ভাঁজ করে রাখে। প্রয়োজন মতো পেশির সংকোচনে মুখ খুলে গেলে বিষদাঁত দুটি মুখের তালু থেকে বেরিয়ে আসে। শিকারকে ছোবল দিয়ে তার শরীরে বিষ ঢুকিয়ে দিয়ে আবার আগের মতো ভাঁজ হয়ে যায়। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের বাঁশঝাড় থেকে একটি পিট ভাইপার সাপ উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।  পরে ওই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স এর প্রধান নির্বাহী ও সরীসৃপ গবেষক শাহরিয়া সিজার রহমান বলেন, পিট ভাইপার বিষধর সাপ। এ সাপের বিষ আছে কিন্তু দংশনে মানুষ মারা যায় না। খুবই কম রেকর্ড আছে মানুষ মারা যাবার। সাধারণত চা বাগানেই এই সাপটা বেশি দেখা যায়। এরা চা বাগানের গাছের সঙ্গে ঝুলে থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর