শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা

ঘাটাইল মেয়রের দুর্নীতি তদন্ত দাবি

প্রতিদিন ডেস্ক

সাংবাদিক আতিকুর রহমানকে লাঞ্ছিত করা ও চার ঘণ্টা আটকে রাখার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। এ সময় ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান শহীদের অনিয়ম-দুর্নীতির তদন্তসহ তাকে শাস্তি প্রদানের দাবি জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— টাঙ্গাইল : নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আতিকুর রহমানকে লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাব প্রতিবাদ সভা করেছে। দুপুরে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, মির্জা শাকিল, সোহেল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা সংবাদসংক্রান্ত কারণে তথ্যের জন্য যে কারও কাছে যেতেই পারেন। সেজন্য তাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা হবে, তা হতে পারে না। ঘাটাইলের মেয়র একজন জনপ্রতিনিধি হয়ে একজন সাংবাদিককে অবরুদ্ধ করার মাধ্যমে প্রমাণ করেছেন যে, তিনি অনিয়ম-দুর্নীতি করেছেন। এজন্য তার কাজের তদন্ত হওয়া উচিত। এর সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সখীপুর (টাঙ্গাইল) : সাংবাদিক আতিকুর রহমানকে অবরুদ্ধ করে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সখীপুর প্রেস ক্লাব। প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি ও কালের কণ্ঠের সাংবাদিক শাকিল আনোয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এনামুল হক, ইত্তেফাকের সাংবাদিক মামুন হায়দার, যায়যায়দিনের সাংবাদিক সাজ্জাদ লতিফ, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমার সংবাদের সাংবাদিক অমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সখীপুর প্রতিনিধি মোজাম্মেল হক সজল, মানবজমিনের সাংবাদিক সাইফুল ইসলাম সানি, ভোরের ডাকের সাংবাদিক আল-রাজীবসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য। সবাই মেয়র ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকের বিরুদ্ধে মেয়রের মিছিল : এদিকে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র পুলিশ ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিকের বিরুদ্ধে মিছিল করেছেন। বিকালে ‘ঘাটাইল পৌরসভা’ ও ‘পৌরবাসী’র ব্যানারে এ মিছিল করা হয়। পৌর ভবন থেকে সাংবাদিকবিরোধী এ মিছিলটি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। মিছিলে বাংলাদেশ প্রতিদিনের ঘাটাইল প্রতিনিধি ও নিউজ টোয়েন্টিফোরের টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের বিরুদ্ধে উসকানিমূলক নানা স্লোগান দেওয়া হয়। এমনকি মিছিল থেকে তার হাত-পা ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

সর্বশেষ খবর