শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঘাটাইল পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বাথরুমে আটক করে নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান শহীদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। জনপ্রতিনিধি হয়ে গণধিকৃত কাজ করায় মেয়রকে অপসারণসহ শাস্তি নিশ্চিত করতে তথ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান শাহীন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলসহ রগুড়া, রংপুর, বরিশাল, সিরাজগঞ্জের সাংবাদিক নেতারা গতকাল পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে এ দাবি জানান। তারা বলেছেন, এ ঘটনা বিস্ময়কর ও স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রকাশের জের ধরে মেয়রের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এটা কোনো জনপ্রতিনিধির কাজ হতে পারে না।   উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে গত বুধবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ঘাটাইল ও নিউজ টোয়েন্টিফোরের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিককে বাথরুমে আটকিয়ে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ শারীরিক নির্যাতন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, পুলিশের উপস্থিতিতে মেয়র এবং তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকের ওপর যে ধরনের হামলা চালিয়েছে তা পৈশাচিক ও বর্বরতাময় ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে অবারিত করেছেন, সেই মুহূর্তে মেয়রের সন্ত্রাসী কার্যকলাপ তার বিপরীত। এ ধরনের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হব। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, গণমাধ্যমবান্ধব সরকারের আমলে কিছু গণবিচ্ছিন্ন জনপ্রতিনিধির কারণে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ বলেন, কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু সাংবাদিককে বাথরুমে আটকিয়ে নির্যাতন করতে পারেন না। এদিকে সাংবাদিক আতিককে নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহাম্মদ আবু হানিফ খান ও মহাসচিব নুরুজ্জামান প্রধান। তারা বলেন, এ ঘটনা বিস্ময়কর ও স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক।

 

সর্বশেষ খবর