শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তিন টাকার ডিম নিয়ে লঙ্কাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

তিন টাকার ডিম নিয়ে লঙ্কাকাণ্ড

ডিম কিনতে মেলায় এসে গতকাল পুলিশের পিটুনি খেয়ে ফেরত গেছেন ক্রেতারা। হুড়োহুড়িতে ভেঙে পড়ে ডিমের মঞ্চও —বাংলাদেশ প্রতিদিন

‘সস্তার তিন অবস্থা, আন্ডা কিনতে গিয়ে খেলাম ডাণ্ডা।’ ডিম দিবসে তিন টাকা দরে ডিম কিনতে এসে পুলিশের তাড়া খেয়ে কথাগুলো বলছিলেন জগন্নাথ হলের ছাত্র সমীর শিকদার। এরকম আরও অনেকেই ডিম কিনতে এসে ফিরে গেছেন খালি হাতে। বিশ্ব ডিম দিবস উপলক্ষে তিন টাকায় ডিম বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর। ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ভিড় জমান হাজারো মানুষ। সকাল সাড়ে ৯টার দিকে বিক্রি শুরু করলে অতিরিক্ত মানুষের চাপে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ডিম বিক্রি বন্ধ করে দেন আয়োজকরা। ফলে সস্তায় ডিম কিনতে এসে খালি হাতে ফেরত যেতে বাধ্য হন হাজারো ক্রেতা। মানুষের চাপে এ সময় ভেঙে যায় কাউন্টারের কিছু অংশ এবং স্টলে রাখা বেশ কিছু ডিম। আয়োজকরা জানান, এক লাখ ডিম বিক্রির জন্য আনা হয়েছিল। আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ হাজার ডিম বিক্রি হয়ে যায়। ডিম কেনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হলে স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলাতে না পেরে খবর দেন তেজগাঁও থানা পুলিশকে। ডিম কিনতে না পেরে স্লোগান দিতে থাকেন ক্রেতারা। পরে পুলিশের লাঠিপেটার ভয়ে সরে যেতে থাকেন ক্রেতারা। গাজীপুর থেকে ২০ জন মিলে গাড়ি ভাড়া করে ডিম কিনতে এসেছিলেন ফিরোজ কবীর। ডিম কিনতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তিনি বলেন, আয়োজন এত মানুষের নেই— তাহলে মিডিয়াতে এত ঘটা করে প্রচার করার কী দরকার ছিল? আমরা এত দূর থেকে পয়সা খরচ করে ডিম কিনতে এলাম, অথচ খালি হাতে ফিরে যাচ্ছি! ভোর থেকে দাঁড়িয়ে আছি! এভাবে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না! রাজধানীর ধানমণ্ডি, মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে ডিম কিনতে ভিড় জমিয়েছেন মানুষ। অনেকেই এসেছেন কৌতূহলে। কিন্তু মানুষের ভিড়ে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। ডিম তো মেলেই নি মাঝে শুধুই ঝক্কি ঝামেলা!

সর্বশেষ খবর