শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপ?জেলার শিলাইদহ কসবা ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনিরুজ্জামান শাহীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহীন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপ?জেলার শিলাইদহ কসবা ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানায়। নিহত শাহীন সদর উপজেলার নূরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও হাঁসুয়া উদ্ধার করেছে। জানা যায়, উপজেলার পাহাড়পুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রা?কিবুল ইসলাম হত্যার অন্যতম আসামি শাহীনকে কয়েকদিন আগে পুলিশ আটক করে। কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও?সি) ছাব্বিরুল ইসলামের দাবি, শাহীনকে নি?য়ে অন্য আসামিদের ধর?তে শিলাইদহ কসবা ঘাটে রাতে অভিযানে যান তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে। এ সময় শাহীন পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে ক্রসফায়ারে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনা?রেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রা?কিবু?লকে হত্যার জন্য তার বউ ও ভাই?য়ের কাছ থে?কে নগদ ৫০ হাজার টাকা নি?য়ে?ছি?লেন বলে ওসি জানান। প্রসঙ্গত, স্ত্রী ও ছোট ভাই?য়ের পরকীয়ার সম্প?র্কের জে?র ধ?রে ৫ অক্টোবর ভাড়া?টিয়া সন্ত্রাসীরা রা?কিবুল?কে হত্যা ক?রে স্থানীয় কালীগঙ্গা নদী?তে ফেলে দেয়। হত্যার তিন ?দিন পর লাশ?টি নদী? থে?কে পুলিশ উদ্ধার ক?রে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনিরুজ্জামান শাহীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। নিহত শাহীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, শহরের গলাচিপার বোয়ালিয়া খাল এলাকায় গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শাহিন ওই এলাকার আবদুল জলিল ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদকসহ অন্তত ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শরফুদ্দিন। তিনি জানান, শাহীনের অবস্থানের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ভোরের দিকে গোয়ালিয়া খাল এলাকায় অভিযানে যায়। এ সময় শাহীনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে শাহীন নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মিজান আহত হয়েছেন।

সর্বশেষ খবর