শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ফেসবুকে ব্লু হোয়েল নিয়ে ভুয়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে ব্লু হোয়েল নিয়ে ভুয়া বার্তা

‘ব্লু হোয়েল গেম’ নিয়ে ফেসবুকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নামে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিটিআরসি জানিয়েছে, মোবাইল ফোনে ‘ব্লু হোয়েল গেম’ ঢুকিয়ে দেওয়া হবে এবং সব তথ্য হ্যাক হবে বলে বৃহস্পতিবার থেকে যে বার্তা ফেসবুকে ঘুরছে, তা তাদের দেওয়া নয়। ওই বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশে সব অ্যান্ড্রয়েড ফোনে ‘ব্লু হোয়েল গেম’ ঢুকিয়ে দেওয়া হবে এবং সব ব্যক্তিগত তথ্য ধ্বংস করে ফেলা হবে। তাই ওই সময় নিজে ফোন বন্ধ রাখার পাশাপাশি জনস্বার্থে বিষয়টি ফেসবুকে আরও বেশি প্রচার করার পরামর্শ দেওয়া হয় সেখানে। বার্তার শেষে লেখা হয়, ‘জনসচেতনতায় : BTRC’. বিটিআরসি সচিব সরওয়ার আলম এই প্রচারণাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিটিআরসি এ ধরনের কোনো বার্তা বা খবর প্রকাশ বা প্রচার করেনি। বিটিআরসির নাম ব্যবহার করে এরকম মিথ্যা ও বিভ্রান্তিমূলক বার্তা প্রচার শাস্তিযোগ্য অপরাধ। সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের এ নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে বিটিআরসি। ‘ব্লু হোয়েল’ বা ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ একটি অনলাইন গেম, যা অংশগ্রহণকারীকে মৃত্যুর পথে নিয়ে যায়।

সর্বশেষ খবর