বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সচেতনতা ভালো তবে দলকানা নয়

————————— এ কে আজাদ চৌধুরী

সচেতনতা ভালো তবে দলকানা নয়

শিক্ষকদের রাজনীতি-সচেতন হওয়া ভালো। শিক্ষক-রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে দেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। তবে রাজনীতিতে জড়িয়ে দলকানা হওয়া যাবে না। পাঠদান, গবেষণা বাদ দিয়ে রাজনীতি নয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগে আধিপত্য বিস্তার করা নৈতিকতার মধ্যে পড়ে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা ছিল। এ দৃষ্টিকোণ থেকে তাদের রাজনৈতিক সচেতনতা প্রশংসনীয়। শিক্ষকরা রাজনৈতিক চিন্তা-চেতনার আলোকে মতামত বা সুপারিশ দিতে পারেন। কিন্তু শিক্ষকতা পেশার মূল্যবোধ, নৈতিকতা বাদ দিয়ে দেশের ক্ষতি করলে তা মেনে নেওয়া যায় না। শিক্ষকদের করণীয় বিষয়ে আলোকপাত করে ড. এ কে আজাদ চৌধুরী বলেন, শিক্ষকরা রাজনীতি সম্পর্কে জানবেন, বুঝবেন, মতামত দেবেন কিন্তু দলকানা হওয়া যাবে না। রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কারণে গবেষণা, পাঠদান, ক্ষতিগ্রস্ত হয় এ ধরনের কাজে লিপ্ত হওয়া যাবে না। রাজনীতির জোর দেখিয়ে শিক্ষক নিয়োগে প্রভাব বিস্তার করলে দেশের ক্ষতি হবে। শিক্ষা কার্যক্রমে দলের প্রভাব পড়লে শিক্ষাব্যবস্থা বিঘ্নিত হয়। পেশার প্রতি অমর্যাদা ক্ষমা করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে শিক্ষক-সমাজকে দেশের ভালোর জন্য কাজ করে যেতে হবে।

সর্বশেষ খবর