বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সুবিধা পেতেই লাইনে দাঁড়াচ্ছে শিক্ষক

———————————— আসিফ নজরুল

সুবিধা পেতেই লাইনে দাঁড়াচ্ছে শিক্ষক

আমাদের দেশে শিক্ষক-রাজনীতির নামে যা চলছে তা হলো সুবিধাবাদতন্ত্র। শিক্ষকরা সরকারের আনুকূল্য পাওয়ার জন্য তাদের মাউথপিস হিসেবে কাজ করছেন। তারা পেশার নৈতিকতা বিসর্জন দিয়ে সরকারের পদলেহনের কাজ করেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, শুধু সরকার নয়, ঠিক একইভাবে আরেকটি পক্ষ বিরোধী দলের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছেন। এরাও সুবিধার জন্যই বিরোধী দলের এজেন্ট হিসেবে কাজ করছেন। পদ-পদবির জন্য তারা নৈতিকতা হারিয়ে বসেছেন। শিক্ষকরা এখন রাজনৈতিক ব্যক্তিদের মতো করে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। কীভাবে সরকার এবং সরকারদলীয় ছাত্র সংগঠন ভালো থাকবে তারা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, এসব শিক্ষকের বাইরে কিছু শিক্ষক আছেন, যারা পেশার প্রতি দায়িত্বশীল। আদর্শগতভাবে রাজনীতি-সচেতন হলেও সুবিধাবাদীদের রাজনীতিতে জড়ান না। আদর্শিকভাবে আওয়ামী লীগ অথবা বিএনপির রাজনীতিকে সমর্থন করলেও সুবিধাবাদীদের চাপে তারা কোণঠাসা। এখন শুধু চাটুকারের ভিড়। শিক্ষা-গবেষণা সবকিছুই এখন রাজনীতিনির্ভর হয়ে পড়েছে।

সর্বশেষ খবর