বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
টেক্সাসে পাতানো বিয়ে

সীমার জামিন হয়নি

প্রতিদিন ডেস্ক

গ্রীন কার্ডের আশায় অর্থের বিনিময়ে পাতানো বিয়ের ঘটনায় দোষ স্বীকার করলেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা আমেনা সীমা (৩৭)। ফেডারেল কোর্টে দোষ স্বীকারের পরও সীমাকে জামিন দেওয়া হয়নি। কারণ অ্যাটর্নি খালেক (৪৭) এর বিচার শুরু হবে ১১ ডিসেম্বর। এনআরবি নিউজ।

জানা গেছে, গত সপ্তাহে টেক্সাস নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে জজ রিনী হ্যারিস টরিভারের এজলাসে সীমা স্বীকার করেন যে, ডালাসের ইমিগ্রেশন অ্যাটর্নি বিলাল খালেকের সহকারী হিসেবে কর্মরত অবস্থায় অ্যাটর্নি খালেকের পরামর্শে নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ করতে স্থানীয় এক সিটিজেনের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২০১৫ সালের মে মাসে সীমা তাকে ৭৪৫ ডলার প্রদান করেন এবং তাকে জানান, বিয়ের মধ্য দিয়ে গ্রীনকার্ড হাতে পাবার পর আরও অর্থ দেওয়া হবে। পরে ১৫ জুন সীমা তার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন এবং নিজের বাসায় ওই লোকটির ব্যবহার্য কিছু কাপড়-চোপড়ও রাখেন। এরপর আই-১৩০ এবং আই-৪৮৫ ফরম পূরণ করেন গ্রীনকার্ডের জন্য। সে সময় জয়েন্ট ট্যাক্স রিটার্নের ডক্যুমেন্টও পেশ করা হয়। প্রতারণার এসব তথ্য উদঘাটন করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের লোকজন। সহকারী ইউএস অ্যাটর্নি লীন জেভিয়ার এ মামলা পরিচালনা করছেন। ফেডারেল কোর্টে দোষ স্বীকারের পরও সীমাকে জামিন দেওয়া হয়নি। কারণ অ্যাটর্নি খালেক (৪৭) এর বিচার শুরু হবে ১১ ডিসেম্বর। খালেক যদি দোষী সাব্যন্ত হন তাহলে তার সর্বোচ্চ ৫ বছর জেল এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে বলে ইউএস অ্যাটর্নি অফিস জানায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর