শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভুয়া লাইসেন্স সার্টিফিকেট সবই দেয় ওরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, লাইসেন্স, নম্বর প্লেট তৈরির সামগ্রীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলেন জাকির হোসেন বাবুল ও মাসুদ হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট, ভুয়া বিআরটিএ’র লাইসেন্স ও গাড়ির নকল ডিজিটাল নম্বর প্লেট, এসব সামগ্রী তৈরির যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক ডিআইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া শূন্য টেংরা এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর সদর উপজেলার মীরেরবাজার এলাকার সাতপোয়া থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। জাকির ২০০৮ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি পাস এবং মাসুদ ১৯৯৫ সালে নিউ পল্টন লাইন হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। জাকির ২০০৩ সাল থেকে নীলক্ষেত এলাকায় একটি দোকানে সাইনবোর্ড, ব্যানার, সিল ও কম্পিউটার কম্পোজের আড়ালে জালিয়াতির ব্যবসা করে আসছিলেন। ২০১৬ সালে তার সহযোগী হিসেবে যোগ দেন মাসুদ। আট-নয় মাস আগে নীলক্ষেত ব্যবসায়ী সমিতির বহুতল বিল্ডিং নির্মাণের কারণে তাদের দোকানটি ভেঙে দেওয়া হয়। এর পর থেকে জাকির তার নিজ বাসা ডেমরার কোনাপাড়া থেকে জালিয়াতির কাজ করে আসছিলেন। বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে অত্যন্ত সূক্ষ্মভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং সেন্টারের জাল সার্টিফিকেট, নকল রেভিনিউ স্ট্যাম্প, বিআরটিএ’র নকল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নকল ডিজিটাল নম্বর প্লেট ও রেজিস্ট্রেশন কার্ড এবং নকল হলোগ্রাম স্টিকার তৈরি করে আসছিলেন তারা। এ চক্রের সদস্য রিপন, আরিফ, রফিকসহ বেশ কয়েকজন। এরা নকল ও জাল জিনিস জাকিরের কাছ থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। এসব জাল সার্টিফিকেট ৫০০ থেকে ১ হাজার টাকা, নকল ডিজিটাল লাইসেন্স ৫০০ ও গাড়ির ডিজিটাল নম্বর প্লেট ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করতেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর