শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জোটকে ছাড় দেবে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি

সাজ্জাদ হোসেন, নড়াইল

জোটকে ছাড় দেবে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি

নড়াইল-২ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। তৃণমূল কর্মীদের সঙ্গে তারা যোগাযোগা রক্ষা করে চলেছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য ১৪-দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান। তিনি আগামী নির্বাচনেও জোটের মনোনয়ন চাইবেন। তবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসনটি শরিকদের দিতে সম্মত নয়। লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে-ময়দানে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন। অপর তরুণ নেতা বাসুদেব ব্যানার্জী এলাকায় দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে পরিচিতি লাভ করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস,

সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, সোহরাব হোসেন বিশ্বাস, আসিফুর রহমান বাপ্পি, সৈয়দ হাসান ইকবাল,  এস কে আবু বাকের, হাবিবুর রহমান তাপস, তরিকুল ইসলাম প্রার্থী হতে চান। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ও নজরুল ইসলাম জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ ও শরীফ মনির হোসেনের নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। এক সময়ে জেলায় বিএনপি সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী ছিল। গত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির পর থেকে দলটি সাংগঠনিকভাবে সক্রিয় হতে পারেনি। একদিকে পুলিশ তাদের মিছিল-মিটিং করতে দিচ্ছে না, অন্যদিকে নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তবে এ পরিস্থিতিতেও নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, ইকবাল হোসেন সিকদার ও আলী হাসান মনোনয়ন প্রত্যাশী। অপর দিকে ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ আগামী নির্বাচনে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছেন। তবে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর