শিরোনাম
রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
আন্তর্জাতিক সম্মেলনে তথ্য

পাঁচ বছরে ঢাকায় এসেছে ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আন্তর্জাতিক এক সম্মেলনে বক্তারা বলেছেন, পাঁচ বছরে ঢাকায় ২০ লাখ মানুষ এসেছেন। সমস্যাসংকুল নগরায়ণ, সঠিক নীতি ও বিনিয়োগ এবং জাতীয় প্রচেষ্টার অভাবে ঢাকার সংকট  বেড়েই চলছে।

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সম্মলেন বিশ্বব্যাংকের প্রধান নগরায়ণ বিশেষজ্ঞ বালাকৃষ্ণ মেনন বলেন, ‘ঢাকায় নগর পরিসেবার প্রতিটি ক্ষেত্রেই সংকট রয়েছে।             নীতির অভাব, কখনোবা ভুলনীতির কারণে আবার কখনো উভয় কারণেই ঢাকার সমস্যা বাড়ছে।’ ‘সিটিজ ফোরাম : বিল্ডিং নলেজ নেটওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। এতে সহযোগিতা করে বাংলাদেশের মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন অব আর্কিটেক্টস এবং সুইজারল্যান্ডের একটি সংস্থা। দুই দিনব্যাপী এই সম্মেলনে  দেশের বিভিন্ন শহর ও পৌরসভার ৩২২ জন মেয়রসহ ৫ শতাধিক লোক অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর