মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ের জন্য জনপ্রতিনিধিদের দায় প্রশ্নে রুল

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি বাল্যবিয়ের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেন দায়ী করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ ছাড়া ওই সব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে। প্রতিটি বাল্যবিয়ের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার এবং পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলররা কেন দায়ী থাকবেন না, জনপ্রতিনিধি হিসেবে নিজ নিজ এলাকায় প্রতিটি বাল্যবিয়ের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ ও পদচ্যুতির আদেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সর্বশেষ খবর