মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ ছাড়ছে না শেভরন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল-গ্যাস কোম্পানি শেভরন বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে না। বরং দেশের গ্যাস কূপ উন্নয়নে আরও ৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। গত রবিবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, শেভরন বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখবে এবং পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও সম্প্রতি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। শেভরনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহিঃসম্পর্ক বিভাগের উপদেষ্টা ক্যামেরন ভ্যান আসট বিবৃতিতে বলেন, বাংলাদেশে তিনটি ব্লকে থাকা সম্পদ বিক্রি করে দেওয়ার যে আলোচনা চলছিল, শেভরন তা আর এগিয়ে নেবে না। পেট্রোবাংলার সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তির আওতায় বাংলাদেশে তিনটি ব্লকে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে আসছে শেভরন। শেভরনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ওই তিন ক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৭২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়, যা বাংলাদেশের প্রতিদিনের গ্যাস সরবরাহের ৫৯ শতাংশ। যদিও এর আগে এপ্রিলে শেভরন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে তাদের পরিচালিত তিনটি গ্যাস কোম্পানির দুই বিলিয়ন ডলারের সম্পদ ও এর যাবতীয় ব্যবসা চীনের কনসোর্টিয়াম হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের কাছে বিক্রি করতে সমঝোতায় পৌঁছেছে। কিন্তু তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং নতুন এই সিদ্ধান্ত গ্রহণের কারণ সম্পর্কেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও শেভরনের বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান যে, শেভরন বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তারা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে ইচ্ছুক। গ্যাস কূপ উন্নয়নে প্রতষ্ঠানটি ৪০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর