বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৩ অস্ত্র জমা দিয়ে বনদস্যু মানজু ও মজিদ বাহিনীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৩৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৩২৯ রাউন্ড গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ‘মানজু’ ও ‘মজিদ’ বাহিনীর প্রধানসহ ২০ সদস্য।

এ উপলক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-৮-এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব। আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন মানজুবাহিনী প্রধান মানজু সরদার, তার সহযোগী জুলফিকার ইজারদার, বাচ্চু মল্লিক, তৌহিদুর রহমান শেখ, রেজাউল ইসলাম, পলাশ খান, সুমায়ন ফকির, জামরুল শেখ, মজিব ইজারদার, হাওলাদার আলমগীর ও হানিফ শেখ এবং মজিদবাহিনী প্রধান তাকবির কাগচী ওরফে মজিদ, তার সহযোগী হাসান বিশ্বাস, আবদুল মজিদ, ইউনুছ শেখ, হাফিজুল ইসলাম, আফজাল খান, এসকেন খান, হাসান আলী ইজারদার ও মোসা ইজাদ্দার। এর আগে মঙ্গলবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃর্গামারির শ্যালাগাং ও আন্ধারিয়ানামা চরসংলগ্ন জঙ্গলে মানজুবাহিনীর ১১ ও মজিদবাহিনীর ৯ জন জলদস্যু র‌্যাবের আভিযানিক দলের কাছে আত্মসমর্পণ করেন।

সর্বশেষ খবর