বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

আঙিনায় শীতের আবহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আঙিনায় শীতের আবহ

প্রকৃতিতে চলছে হেমন্ত। বর্ষপঞ্জিতে চলছে কার্তিক মাস। অগ্রহায়ণের পর পৌষ-মাঘ মাসই শীতকাল। কিন্তু মধ্য কার্তিক থেকেই অনুভূত হচ্ছে শীত। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া কিছুদিন ধরে ভারত, পাকিস্তান ও নেপালেও ধোঁয়াশা দেখা দিয়েছে। ভারতের দিল্লি থেকে বিহার, পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলের ৭ রাজ্য হয়ে ঘন কুয়াশার আবরণটি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে দেশের প্রকৃতি-পরিবেশেও এর প্রভাব পড়ছে। আবহাওয়া অধিদফতর জানায়, বাতাসে ধূলিকণা জমে যাওয়ার কারণে কুয়াশার মতো অনুভূত হতে পারে। ধুলা-মেঘের কারণে সূর্যের আলো নিচে নামতে পারছে না। এশিয়ার দেশগুলোতে বছরে একাধিকবার ফসল উৎপাদনের কারণেই আকাশে ধুলার আস্তরণ জমছে। বাংলাদেশসহ এশিয়ার অন্য দেশেও এমন কুয়াশা পড়ছে। আবহাওয়া ক্রমেই বৈরী আচরণ করছে। আগে একটা বড় সময় বিরতি দিয়ে অতি শীত, অতি গরম বা অতি বৃষ্টির ঘটনা ঘটত, কিন্তু এখন উল্টো ঘটছে। ভবিষ্যতে আবহাওয়া আরও বৈরী হয়ে উঠতে পারে। বৃষ্টি কমলেই শীতের দাপট বাড়তে থাকবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। ফলে মানুষের মধ্যে নানা রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তবে শীতে শিশু ও বৃদ্ধরা কাবু হওয়ার সম্ভাবনা বেশি। চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আলী বলেন, ‘ঋতু পরিবর্তনজনিত কারণে নানা বয়সী মানুষের নানা ধরনের রোগের উপসর্গ দেখা দিতে পারে। এক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় সর্দি-কাশি-জ্বর, পেটের পীড়া, শ্বাসকষ্টসহ নানা রোগ দেখা দিতে পারে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে বেশি ঝুঁকিতে থাকবে শিশুরা। তাই এ সময় মায়েদের কোমলমতি শিশুদের সবচেয়ে বেশি যত্নে রাখতে হবে। কারণ ঠাণ্ডায় শিশুরা নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, হাঁপানি, ডায়রিয়া, সর্দি-কাশি, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। তাই শীতকালজুড়েই শিশুকে সুস্থ রাখতে সতর্ক থাকার বিকল্প নেই।’

সর্বশেষ খবর