বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

কোচিং বন্ধে ৫২২ শিক্ষককে বদলির সুপারিশ দুদকের

নিজস্ব প্রতিবেদক

কোচিং বাণিজ্য নিয়ে রাজধানীর নয় শিক্ষাপ্রতিষ্ঠান-কেন্দ্রিক প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন গ্রহণ করেছে দুদক। গতকাল দুদকের বোর্ডসভায় এ প্রতিবেদন গ্রহণ করা হয়। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশপ্রতিদিনকে বলেন, প্রায় আট মাস অনুসন্ধান শেষে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২২ শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ খুঁজে পেয়েছে দুদক। এজন্য এসব শিক্ষককে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির সুপারিশ করেছে দুদক। প্রতিবেদনে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা কোচিং বন্ধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করেছি।’ ২০ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে কোচিং বাণিজ্যে রাজধানীর নয় শিক্ষাপ্রতিষ্ঠানের ১১১ শিক্ষকের তালিকা দুদকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।

সর্বশেষ খবর