শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
আওয়ামী লীগ নেতারা বললেন

সংবিধান অনুযায়ীই নির্বাচন, কারও সঙ্গে আলোচনা নয়

নিজস্ব প্রতিবেদক

সংবিধান অনুযায়ীই নির্বাচন, কারও সঙ্গে আলোচনা নয়

জেলহত্যা দিবসে গতকাল রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ —বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বাস্তবায়ন করার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। জেলহত্যা দিবসের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে হবে। এ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হবে না। কারণ সারা বিশ্বে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়। শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসতে চাইলে বিএনপি আসবে। না এলে কাউকে নির্বাচনে আনার দায় আমাদের নয়। গতকাল  বিকালে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি অংশ নেননি। তার পরিবর্তে সভায় সভাপতিত্ব করেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, বনানী কবরস্থান ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা। কৃষিবিদ ইনস্টিটিউটে স্মরণসভায় অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারেননি জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ওনার (প্রধানমন্ত্রী) অস্ত্রোপচারের পর যতটুকু বিশ্রামে থাকার কথা ছিল তিনি তা ছিলেন না। তিনি চাপ নিয়ে কাজ করেছেন। সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্য কোনো পন্থায় নির্বাচন হবে না। ১৯৯৬ সালে তৎকালীন প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময়ের জন্য আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার দাবির কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল, খালেদা জিয়া তখন বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।

সর্বশেষ খবর