শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপরাধ দমনে এবার যুক্ত হলো ডগ স্কোয়াড

শাহজালাল বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত হয়েছে ডগ স্কোয়াড। অপরাধ দমনে পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে এবার থাকছে আটটি বিদেশি কুকুর। ইংল্যান্ড থেকে বৃহস্পতিবার দুপুরে ডগ স্কোয়ার্ডের উন্নত প্রজাতির কুকুরগুলো এয়ারপোর্টে এসে পৌঁছায়। এপিবিএন সূত্র জানায়, এই ডগ স্কোয়াড, ব্যাটালিয়নের কে-৯ ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তারিক আহমেদ জানান, কুকুরগুলোর মধ্যে চারটি জার্মান শেফার্ড ও চারটি ল্যাব্রাডর। এ প্রজাতির কুকুরগুলো খুবই ধূর্ত, সাহসী ও বুদ্ধিমান হয়। এদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা তারা অনুসরণ করতে সক্ষম।

শেফার্ড প্রজাতির কুকুরগুলোর নাম ফিন, কোরি, দাই, রুক। আর ল্যাব্রাডর রিট্রাইভারস প্রজাতির কুকুরগুলোর নাম স্যাম, ডিজেল, বেক্স, বো। মূলত মাদক ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহার রোধে এ ডগ স্কোয়াড কাজ করবে। বর্তমানে কুকুরগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারণ বাংলাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য কুকুরগুলোর কিছু দিন সময় লাগবে। এরপর তাদের নিয়ে অপারেশন চালানো হবে।

সর্বশেষ খবর