শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

১২ দিনের এশিয়া সফরে ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

১২ দিনের এশিয়া সফরে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল থেকে (ওয়াশিংটন সময়) তার বহু প্রতীক্ষিত এশিয়া সফর শুরু করেছেন। সফরের একেবারে শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওহাইয়ে তার সংক্ষিপ্ত যাত্রা বিরতি দিয়েছেন। এ সফরে তিনি এশিয়ার পাঁচটি দেশ ঘুরবেন। তা হলো— জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। ট্রাম্পের এ সফরের একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তা হলো ১৯৯২ সালের পর এই প্রথম ক্ষমতাসীন (সিটিং) কোনো মার্কিন প্রেসিডেন্ট ১২ দিনের জন্য এশিয়া সফরে যাচ্ছেন। এর আগে জর্জ এইচ ডাব্লিউ বুশ (সিনিয়র বুশ) এত দীর্ঘ সময়ের জন্য অঞ্চলটি সফর করেছিলেন। ট্রাম্পের এশিয়া সফরে উত্তর কোরীয় ইস্যু এবং বাণিজ্যই গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।  টাইমস।

সর্বশেষ খবর