সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গণশুনানিতে সর্বোচ্চ অভিযোগ উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

গণশুনানিতে দুর্নীতির সর্বোচ্চ অভিযোগ পড়েছে উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে, ২৯ শতাংশ। এর পরই অভিযোগ পড়েছে পল্লীবিদ্যুতের বিরুদ্ধে, ১৩ শতাংশ। দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি : কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন  প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা ও পলিসি পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদ আলম, প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম। প্রতিবেদন বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, গণশুনানি দুর্নীতি প্রতিরোধে দুদকের একটি ‘সফট টুলস’। এটি ইতিবাচক দিক। প্রভাবশালীদের চাপে দুদকের কাজ অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। গণশুনানির মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। গণশুনানির কার্যকারিতা নিশ্চিত করার জন্য অভিযোগের ফলোআপ করা, অধিক প্রচার, শুনানি কার্যকরভাবে বাস্তবায়ন, অভিযোগ নিষ্পত্তি নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ২০১৪ সালে মন্ত্রিপরিষদ বিভাগ দুদককে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি করার আদেশ জারি করে। এরপর ২০১৬ সাল পর্যন্ত সংস্থাটি ৩৫টি শুনানি করে। এর মধ্যে জুন ২০১৬ পর্যন্ত ১৭টি শুনানির কার্যকারিতা নিয়ে গবেষণা চালায় টিআইবি। শুনানিগুলো কোটালীপাড়া, তেঁতুলিয়া, সাভার, শিবপুর, জুড়ী, কিশোরগঞ্জ সদর, চরফ্যাশন, সিরাজদিখান, রূপসা ও চকরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকা মহানগর (ভূমি), ঢাকা মহানগর (বিআরটিএ), ঢাকা মহানগর (রাজউক) এর শুনানিও আমলে নেয় তারা। ১৩টি শুনানিতে ২৯৯ জন অভিযোগকারী এবং ৫৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এদের মধ্যে গবেষণায় ১৯৫ জন অভিযোগকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫১ ব্যক্তিকে নিয়ে জরিপ চালায় টিআইবি।

সর্বশেষ খবর