সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাতেনাতে গ্রেফতার ঘুষ গ্রহণকালে

নিজস্ব প্রতিবেদক

হাতেনাতে ঘুষসহ বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী পরিচালক মো. মোতাহার হোসেন খানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুপুরে নিজ দফতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ অভিযানে দুুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার নেতৃত্ব দেন। এ সময় ঘুষের ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদক জানায়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি জামে মসজিদের নামে বাঘের মৌজায় ১.২৫ একর ওয়াকফ জমি রয়েছে। মসজিদ উন্নয়নের জন্য ওয়াকফকৃত জমি থেকে ০.৯৪ একর জমি বিক্রির অনুমতির জন্য মুতওল্লি হাজী আবুল বাশার বেপারি গত ১ আগস্ট  বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের দফতরে আবেদন করেন। তিনি দুদকের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ করেন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক  মো. মোতাহার হোসেন খান কাজটি করে দেওয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। গতকাল ঘুষ দেওয়ার কথা ছিল। বিষয়টি দুদককে জানানো হয়। পরে দুদক সব আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে একটি বিশেষ টিম গঠন করে। টিমের সদস্যরা গতকাল সকাল থেকেই ওয়াকফ কার্যালয়ের চারদিকে ওত পেতে থাকেন। দুপুরে নিজ দফতরে বসে মোতাহার হোসেন খান যখন ঘুষ গ্রহণ করছিলেন তখনই দুদক টিমের সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেন। এ ছাড়া তার প্যান্টের পকেট ও আলমারি তল্লাশি করে আরও ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে মোতাহার হোসেন কোনো জবাব দিতে পারেননি। এ বিষয়ে দুদক জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী উপ-সহকারী পরিচালক  মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর