সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে আবার সোনামানব!

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক সোনা মানবকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রীর নাম সোহেল রানা (৩০)। তার পায়ুপথ থেকে ২৯ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গতকাল সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়া বিমানের একটি ফ্লাইটে (জি-৯৫১৩) ঢাকায় আসেন সোহেল। কাস্টমস এবং ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। তার হাঁটাচলা অস্বাভাবিক ছিল। কিন্তু তার পেটে সোনা থাকার কথা অস্বীকার করেন। এরপর তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়। রিপোর্টে যাত্রীর পায়ুপথে সোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর তাকে বিমানবন্দরে আনা হয়। কাস্টমস গোয়েন্দাদের উপস্থিতিতে টয়লেটে নিয়ে বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে দুটি সোনার বার বের করে আনেন সোহেল। তার হাতব্যাগের ভ্যাসলিনের কৌটার ভিতর থেকে আরও দুটি সোনার বার ও প্যাকেট থেকে ১০৯ গ্রাম সোনার অলঙ্কার জব্দ করা হয়। তার কাছ থেকে মোট ৫৭৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটক সোহেল চলতি বছর ৯ বার শারজাহ ভ্রমণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর