মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

রংপুরে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন চেয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৫ নভেম্বর রবিবার তফসিল ঘোষণা করার পর থেকে সাত দিনের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরসহ একটি পত্র রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একদল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ওই দলের সব প্রার্থীর মনোনয়ন বাতিল হবে বলে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব দলের সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে— “রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাহাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকিবে যে, উক্ত দল হইতে মনোনয়ন দেওয়া হইয়াছে। এ ছাড়া বলা হয়েছে—তবে শর্ত থাকে যে, কোনো দল সিটি করপোরেশনের মেয়র পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে না, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিলে সংশ্লিষ্ট সিটিতে উক্ত দলের প্রার্থীর মনোনয়ন বাতিল বলিয়া গণ্য হইবে; আরও শর্ত থাকে যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল কোনো ব্যক্তিকে মনোনয়ন প্রদানের ক্ষমতা প্রদান করিলে উক্ত দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনেও প্রেরণ করিতে হইবে।” এ ক্ষেত্রে সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা দিতে হবে। তবে কেউ আগে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে থাকলে এই তালিকা দিতে হবে না। আর কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। আগামী ২১ ডিসেম্বর এই সিটিতে ভোট। এর আগে ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। এ সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৩৩টি। সংরক্ষিত ওয়ার্ড ১১টি। বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। পাঁচ বছর আগে  ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন।

মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র চেয়েছে আওয়ামী লীগ : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র জমা দিতে বলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ আবেদনপত্র আজ থেকে আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর জীবন বৃত্তান্ত ও দলীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর