মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বখাটেদের হামলায় আহত

জেডিসি পরীক্ষা দেওয়া হলো না চার তরুণীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পরীক্ষা হলের সন্নিকটে পৌঁছেও পরীক্ষা দেওয়া হলো না ভাঙ্গার ফুকুরহাটি আলিম মাদ্রাসার ৪ জেডিসি পরীক্ষার্থীর। অন্য ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এই ভাগ্যহীন ১১ পরীক্ষার্থী বখাটেদের তাণ্ডবের শিকার। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে। এদিন তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।  ভাঙ্গার পল্লীবেড়া গ্রামে অবস্থিত ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষা দিতে এসে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের সময় কেন্দ্রের সামনের সড়কে বখাটেদের হামলায় আহত হয়েছে কমপক্ষে ১১ জেডিসি পরীক্ষার্থী ও তাদের বহনকারী দুই অটোচালক। আহতদের মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৯ জন। এদের মধ্যে ৫ জন ছাত্রী, ২ জন ছাত্র ও ২ জন অটোচালক রয়েছে। এছাড়া ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা খলিলুর রহমান পরীক্ষা কেন্দ্রে গিয়ে চিকিৎসা দিয়েছেন আহত ৪ পরীক্ষার্থীকে। আহত পরীক্ষার্থীরা সবাই ভাঙ্গার ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী।  ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার (৫ নভেম্বর) জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করে পল্লীবেড়া গ্রামের নাইম (২০)। এর প্রতিবাদ করে পরীক্ষার্থীদের বহনকারী অটোচালক রবিউল মৃধা ও ওই শিক্ষার্থীর সহপাঠীরা। পরদিন গতকাল ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীরা দুটি অটোযোগে ভাঙ্গার মালিগ্রাম-কাউলীবেড়া সড়কের ইকামতেদ্বীন মডেল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে নামার সময় বখাটে নাইমের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে অটোচালকসহ পরীক্ষার্থীদের আহত করে। গুরুতর আহত অবস্থায় ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা ও বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এরা হচ্ছে, বড়গ্রাম ফুকুরহাটি মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী আসাদ ফকির (১৪), লতা আক্তার (১৪), রোকসানা আক্তার (১৪), শিলা আক্তার (১৪), কাজলী আক্তার (১৪), তামান্না আক্তার (১৪), আহসান (১৪), ও দুই অটোচালক রবিউল মৃধা (২৮), সিরাজ (৩০)। ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, নাইমসহ বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে ফুকুরহাটি মাদ্রাসার শিক্ষক আবদুল জলিল মাওলানা বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর