মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিশ্বজিৎ হত্যাকাণ্ড

চারজনের খালাস স্থগিত হয়নি চেম্বার আদালতে

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার দর্জিদোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় চারজনকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। গতকাল শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ না দিয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের নির্দেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, হাই কোর্টের রায়ে আদালত স্থগিতাদেশ না দিয়ে নিয়মিত আপিল ফাইল অর্থাৎ লিভ টু আপিল করতে বলেছে। ১ নভেম্বর বিশ্বজিৎ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ৬ আগস্ট হাই কোর্ট রায় দেয়। রায়ে নিম্ন আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দেয় হাই কোর্ট। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিেক প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক। নিম্ন আদালতের রায়ের পর এ মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। পাশাপাশি আসামিপক্ষ আপিল ও জেল আপিল করে।

সর্বশেষ খবর