মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস, রিভিউ আবেদনে যুক্তি

নিজস্ব প্রতিবেদক

যাবজ্জীবন মানে আসামির আমৃত্যু কারাবাস মন্তব্য করে সাভারের জামান হত্যা মামলায় আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করা হয়েছে। গত রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। পরদিন গতকাল এক ব্রিফিংয়ে এ বিষয়ে রিভিউ আবেদনের যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ২০১৩ সালের ১৩ এপ্রিল আপিল বিভাগ রায়ে সিদ্ধান্ত দেয় যে, যাবজ্জীবন সাজার অর্থ সর্বোচ্চ সাড়ে ২২ বছর কারাভোগ। অথচ আপিল বিভাগ এ বছর ১৪ ফেব্রুয়ারি ঘোষণা করে, যাবজ্জীবন সাজার অর্থ আমৃত্যু কারাবাস। একই বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত পরস্পরবিরোধী সিদ্ধান্ত দেওয়ায় সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যার ক্ষেত্রে অনিশ্চয়তা ও অসামঞ্জতার সৃষ্টি হয়েছে। আপিল বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারার কার্যকারিতা যাবজ্জীবন সাজার ক্ষেত্রে স্থগিত করেছে, যা মোটেও সমীচীন নয়।  গত ১৪ ফেব্রুয়ারি জামান হত্যা মামলার শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের আমৃত্যু কারাগারেই থাকতে হবে।

সর্বশেষ খবর