রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই ভাই হত্যায় ৬৮ জনের নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর উপজেলার মাগুড়া গ্রামের দুই সহোদর ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যা হত্যার ঘটনায় সাবেক মেম্বার কওসার আলী মোল্যাকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বড় ভাই আবুল কাসেম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলা করেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে যার নাম মামলায় এসেছে তাকে অচিরেই গ্রেফতার করা হবে। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামের মানুষ এ ঘটনায় হতবাক হয়ে পড়েছেন। যারা এ খুনের সঙ্গে জড়িত তাদের ফাঁসি দাবি করছেন তারা। সহোদর খুনের ঘটনার পর থেকেই গ্রামের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত মূল হোতাদের আটক করতে না পারায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। আলফাডাঙ্গা বাজারের ব্যবসায়ীরা গতকাল কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন। ব্যবসায়ী নেতারা জানান, ইদ্রিস মোল্যা বাজার বণিক সমিতির সহসভাপতি ছিলেন। ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যার খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বাজারের ব্যবসায়ীরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা বাজারের ব্যবসায়ী ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যা বাড়িতে যাওয়ার পথে বারাসিয়া নদীর পাশের শ্মশানঘাটে ওতপেতে থাকা মুখোশ পরিহিত ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইদ্রিস ও লাভলুকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় রাত ১২টার দিকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

সর্বশেষ খবর