রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
মিঠামইনে সংঘর্ষের ঘটনা

পুলিশি অভিযান চলছে কোনো গ্রেফতার নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনার দুই দিন পরও মামলা হয়নি। নিহতদের মধ্যে তিনজনকে গত শুক্রবার রাতে দাফন করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিহতদের  পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। এলাকার বেশির ভাগ মানুষ পলাতক থাকায় সংশ্লিষ্ট কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে। ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, নিহত তিন সহোদর ফরদিস, মাখন ও মাছুমের দাফন শুক্রবার গভীর রাতে চারিগ্রামে কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে গ্রামেই তাদের জানাজা পড়ানো হয়। প্রতিপক্ষ মকবুলের লাশ চারিগ্রাম পূর্বহাটি গ্রামে নিয়ে দাফন করা হয়। নিহত রাজীবকে কিশোরগঞ্জে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রামে খালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের তিন সহোদরসহ পাঁচজন নিহত হন।

সর্বশেষ খবর