সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

১৩৩ পৌর-ইউপি উপজেলায় ভোট ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

দেশের স্থানীয় সরকারের ১৩৩ প্রতিষ্ঠানে ভোটের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনও রয়েছে। গতকাল মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব  (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান। তিনি বলেন, বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে। ১৩৩টির মধ্যে চারটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে। ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ভোট হবে ২৮ ডিসেম্বর।

সর্বশেষ খবর