সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাড়তি ভাড়া নিয়ে মারামারি গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক

ভাড়া নিয়ে ঝগড়ার জেরে যাত্রী-রিকশাচালকের মধ্যে মারামারি হয়। এতে আহত রিকশাচালক হাফিজুর রহমানের (৩৫) মৃত্যু হয়। রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্ত     শেষে ওই রিকশাচালকের লাশ নিয়ে যায় স্বজনরা। ঢামেক সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সি ব্লকের ২ নম্বর রোডে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন হাফিজুর রহমান। এ সময় আবুল হাসান বাবু নামে এক ব্যক্তি গুদারাঘাট যাওয়ার জন্য ভাড়া জানতে চান। অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে উভয় পক্ষে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি হলে অচেতন হয়ে পড়েন রিকশাচালক হাফিজ। পরে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন তার ভাই আইজুল ও রিকশামালিক রফিকুল ইসলাম। রাতে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় হাফিজের। নওগাঁর মান্দা উপজেলার রামপুর গ্রামের মৃত শুকাপ প্রামাণিকের ছেলে তিনি। শাহ্আলীর এ ব্লকের ৪ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় থাকতেন হাফিজ।

সর্বশেষ খবর