শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাগরিক সুবিধা মানুষের কাছে নিতে চাই

—মোস্তাফিজার রহমান মোস্তফা

নাগরিক সুবিধা মানুষের কাছে নিতে চাই

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগর নির্মাণের স্বপ্ন রয়েছে। প্রতিটি ওয়ার্ডে অফিস তৈরির মাধ্যমে জনগণের  সব সুবিধা তাদের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। বর্তমানে এখানকার যোগাযোগব্যবস্থা খুবই করুণ। ড্রেনেজ, জলাবদ্ধতা দূর করতে চাই। রংপুর শহরে যানজটের অন্যতম কারণ অবৈধ অটোরিকশা। এগুলো বন্ধ করা হবে। বেকারত্ব লাঘবের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করব। রংপুরে গ্যাস আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। গ্যাস আনতে পারলে শিল্পবিপ্লব ঘটবে এখানে।’ তিনি বলেন, ‘মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা যেন মানসম্মত শিক্ষা লাভ করতে পারে এ বিষয়ে উদ্যোগ নেব। শ্যামাসুন্দরী খালের দুই ধার দখল হয়ে গেছে, তা উদ্ধার করা হবে।’ তিনি বলেন, ‘মাদকের সঙ্গে আমার আপস থাকবে না। জিরো টলারেন্সে অবস্থান থাকবে। খেলার জন্য প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ১১টি মাঠ তৈরি করা হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য রংপুর সদর হাসপাতাল চালুর বিষয়ে চেষ্টা চালিয়ে যাব। নগরের বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হবে।

সর্বশেষ খবর