শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আমানত রাখতে হবে ফারমার্স ব্যাংকের পরিচালকদের

নিজস্ব প্রতিবেদক

ফারমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদকে আমানত সংগ্রহ করতে হবে। ব্যাংক চালানোর প্রতিদিনের খরচ মেটাতে ব্যাংকের কর্মকর্তাদের মতো দায়িত্ব পালন করার এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালকদের পকেট থেকে ব্যাংকে আমানত বাড়ানোর কথাও রয়েছে। সংকট মেটাতে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদকে আমানত হিসাবে টাকা জমা করতে বলেছে         বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পরিচালকদের আমানত সংগ্রহের জন্য সক্রিয় হতে বলেছে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশে ঘুম হারাম ফারমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের। গতকাল সারাদিন পুরো পর্ষদ একের পর এক বৈঠক করেছে। কর্মকর্তাদের মতো অফিস করছেন তারা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, তারল্য ব্যবস্থার উন্নয়ন করতে ব্যাংকটিকে আগামী সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো অর্থ সহায়তা দেবে না বলে ব্যাংকটিকে জানিয়ে দিয়েছে। সভা সূত্র জানায়, নতুন চেয়ারম্যানসহ অন্য পরিচালকরা বাংলাদেশ ব্যাংককে জানায়, আগের চেয়ারম্যানের কারণে তাদের ভূমিকা রাখার সুযোগ ছিল না। তারল্য পরিস্থিতির উন্নয়নে পরিকল্পনা উপস্থাপন করে পর্ষদ সদস্যরা জানান, সব কর্মকর্তাকে আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে। ঋণ আদায়ের জন্যও কর্মকর্তাদের সক্রিয় করা হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, শুধু কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা দিয়ে পরিস্থিতি উন্নতি করা সম্ভব নয়। আশু পদক্ষেপ হিসেবে সব পরিচালককে আমানত দিতে বলা হয়। পাশাপাশি পরিচালকদের আমানত সংগ্রহে ও ঋণ আদায়ে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া খরচ কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী সপ্তাহে পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ব্যাংকটির পুনর্গঠিত কমিটির সঙ্গে সভা হয়েছে। তারল্য ঘাটতি উন্নয়নে পরিচালকদের তাগাদা দেওয়া হয়েছে। নিজেদের অর্থ জমা রাখার জন্য বলা হয়েছে। ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। বিষয়টি জানতে চাইলে ফারমার্স ব্যাংকের পরিচালক ডা. আতাহার উদ্দিন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ব্যাংকের আমানত বৃদ্ধির বিষয়ে বর্তমান পর্ষদ দিনরাত পরিশ্রম করছে। কোনো আনুষ্ঠানিক বোর্ড সভা না থাকলেও আজ (গতকাল) আমরা সারাদিন বৈঠক করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

সর্বশেষ খবর