শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিবির ক্যাডার মহিন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে শিবির ক্যাডার মহিম উদ্দিন ওরফে মহিন (৩৬) র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার পেছনের রেল লাইনে  গোলাগুলির ঘটনায় মহিন নিহত হন বলে জানিয়েছে র‌্যাব-৭। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি এসএমজি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মহিন ভারতে অন্তরীণ থাকা চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদের একসময়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। র‌্যাব চট্টগ্রাম জোনের কোম্পানি কমান্ডার লে. ক. আশেকুর রহমান বলেন, ‘চান্দগাঁও এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের টহল দল ভোরের দিকে সেখানে যায়। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মহিনকে এলাকার মানুষ চেনে জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে। তার  বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৮টি মামলা আছে।’ পুলিশ সূত্রে জানা যায়, বিগত জোট সরকারের সময়ে ও তার আগে শিবির ক্যাডার সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন মহিন। নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, কুয়াইশ, মোহরা এলাকায় বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাঁদা দিতে হতো সাজ্জাদকে।

আর সাজ্জাদের হয়ে সেসব টাকা তুলতেন মহিন। পাশাপাশি সাজ্জাদের অস্ত্রও তার হেফাজতে থাকত বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বহদ্দারহাটের আট ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি সাজ্জাদ চারদলীয় জোট সরকারের শেষ দিকে দেশ ছাড়লে মহিন পৃথক একটি দল গড়ে তোলেন। পরে এ গ্রুপ দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা শুরু করেন। সাজ্জাদের দুই সহযোগী সরোয়ার ও ম্যাক্সন ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার হলেও মহিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

সর্বশেষ খবর