বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গণতন্ত্র শাসকদের কারাগারে বন্দী

—— মোস্তাফিজুর রহমান বাবুল

গণতন্ত্র শাসকদের কারাগারে বন্দী

’৯০-এর সর্বদলীয় ছাত্রঐকের অন্যতম শীর্ষ নেতা ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি, বর্তমানে বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রসমাজ ও জনগণের অভূতপূর্ব ঐক্য এবং অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক এরশাদের পতন ঘটেছিল, দেশে           ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার কায়েম হয়েছিল। স্বৈরশাসক এরশাদের পতনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেয়ে ভোট দিয়ে পছন্দমতো সরকার গঠন করার মালিক হয়েছিল। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, অসংখ্য শহীদের আত্মদান আর বীরত্বপূর্ণ সংগ্রাম-অভ্যুত্থানের মাধ্যমে ’৯০-এ স্বৈরশাসনের পতন ঘটিয়ে ফিরিয়ে আনা গণতন্ত্র আজ বর্তমান শাসকদের কারাগারে বন্দী হয়ে আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, ’৯০-এর পতিত স্বৈরাচার আর বর্তমান প্রধান শাসক দল আওয়ামী লীগ মিলেমিশে এক অদ্ভুত ধরনের সরকার-বিরোধীদলীয় ব্যবস্থা দেশে কায়েম করেছে। গণতান্ত্রিক বিধিব্যবস্থা ধ্বংস করে ভোট আর ভোটারবিহিন নির্বাচনের ধারা দেশে কায়েম করে কার্যত একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। সংবিধানস্বীকৃত মৌলিক রাজনৈতিক-গণতান্ত্রিক-মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। ’৭১-এর মুক্তিযুদ্ধ আর ’৯০-এর গণঅভ্যুত্থানের মূল চেতনা গণতন্ত্রের সঙ্গে এ যেন চরম পরিহাস। এভাবে চলতে পারে না। বাংলাদেশের ছাত্রসমাজ ও জনগণ স্বভাবজাতভাবেই গণতন্ত্রপ্রিয়। সামরিক শাসন-স্বৈরশাসনের বিরুদ্ধে এ দেশের মানুষ বার বার প্রতিবাদ করেছে, জেগে উঠেছে, প্রতিরোধ করেছে, রক্তের মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মানুষের ভিতরে গণতন্ত্রহীনতার আগুন দাউ দাউ করে জ্বলছে। জোরজবরদস্তি করে মানুষের মনের ভিতরের ক্ষোভের আগুন বেশি দিন ছাইচাপা দিয়ে রাখা যাবে না। গণতন্ত্র, ভোটের অধিকার আর ভোট দিয়ে সরকার গঠন করার দাবিতে আবারও দেশের মানুষ গণতন্ত্রের নবতর সংগ্রামে শামিল হবে, গণতন্ত্রই শেষ বিচারে জয়ী হবে। ’৭১-এর পথ ধরে অর্জিত ’৯০-এর গণতন্ত্রের চেতনার মৃত্যু হতে পারে না।

সর্বশেষ খবর