বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
রংপুরে উন্নয়ন ভাবনায় তিন মেয়র প্রার্থী

থাকবে সব নাগরিক সুবিধা : বাবলা

থাকবে সব নাগরিক  সুবিধা : বাবলা

মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও যানজটমুক্ত নগর গড়তে চান বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা। তিনি বাংলাদেশ প্রতিদিনকে            বলেন, মেয়র নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার হবে বর্ধিত পল্লী এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মূল নগরের বেহাল সড়কগুলো সংস্কার এবং যানজট নিরসন। নগরের বড় অংশের মানুষ নামেই সিটির বাসিন্দা। গত পাঁচ বছরে তারা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। মেয়র নির্বাচিত হলে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করব। উন্নয়ন না করা পর্যন্ত পল্লী এলাকায় কোনো ধরনের কর ধার্য করা হবে না। যানজট নিরসনে বাইপাস সড়কের ব্যবস্থা করা হবে। নগরের পানি নিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খালটি সংস্কার করা হবে। মূল নগরের ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চাপ কমাতে সিটি করপোরেশনের উদ্যোগে মানসম্পন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করব। বেকার সমস্যা দূরীকরণে শিল্প-কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

বাবলা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখব। সিটি করপোরেশনকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যাতে নাগরিকরা হয়রানির শিকার না হন। মাদকমুক্ত নগরী গড়ারও স্বপ্ন আছে। আশা করি, ভোটাররা ধানের শীষে আস্থা রাখবেন।

সর্বশেষ খবর