বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ঢাকায় সৌদি প্রতিনিধি দল

সৌরবিদ্যুৎ সার কারখানায় আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও সার কারখানায় সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের ব্যবসায়ীরা। ঢাকা সফররত ২১ সদস্যের সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দল গতকাল একাধিক মন্ত্রণালয় ও সরকারের সংস্থার সঙ্গে বৈঠক করে এ আগ্রহ প্রকাশ করে। জানা গেছে, সৌদি আরবের শীর্ষস্থানীয় কোম্পানি আলফানার গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আলফানার এনার্জি বাংলাদেশে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র করার জন্য সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে গতকাল বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করেন কোম্পানির প্রতিনিধিরা। এ ছাড়া সার কারখানায় বিনিয়োগের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তাদের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন সৌদি ব্যবসায়ীরা। এর আগে সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের             সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সৌদি ব্যবসায়ীদের সামনে প্রেজেনটেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে যে ১০০ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে তাও জানানো হয় তাদের। বলা হয়, এ দেশে বিনিয়োগ করলে লাভসহ মূলধন ফেরত নেওয়ার সুযোগ আছে। এখানে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে দ্বৈত শুল্কনীতি প্রত্যাহার করা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংসদে আইন পাস করে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হিসেবে উন্নত বিশ্ব থেকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পাচ্ছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে সে সুবিধা ভোগ করতে পারবে। এ সময় সৌদি ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ শিল্প-বাণিজ্যে এতটা এগিয়েছে এটি তাদের জানা ছিল না। মধ্যপ্রাচ্যে বাংলাদেশকে খুব বেশি ব্র্যান্ডিং করা হয়নি বলেও মত প্রকাশ করেন তারা। সৌদি ব্যবসায়ীরা বলেন, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা যেভাবে মধ্যপ্রাচ্যে ব্র্যান্ডিং করছে, সেভাবে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ব্র্যান্ডিং হচ্ছে না। এ দেশের সুযোগ-সুবিধা আরও বেশি তুলে ধরার সুযোগ রয়েছে বলেও তারা মন্তব্য করেন। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে অর্থনৈতিক জোনে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিদেশি বিনিয়োগের (এফডিআর) জন্য বাংলাদেশ এখন উত্কৃষ্ট জায়গা। ২০১৫ সালের পর থেকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, যা বিনিয়োগের জন্য সহায়ক। সভা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সৌদি আরবের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে অনেক পণ্য রপ্তানিযোগ্য। তবে প্রচার নেই। পণ্য রপ্তানির জন্য প্রচার প্রয়োজন। সৌদি আরবের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল মার্কেটিং ইনভেস্টমেন্ট কোম্পানি গ্রুপ লিমিটেডের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোশাবাব আবদুল্লাহ আলখাহতানি। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় বিডা, বেজা, ইপিবি, কৃষি মন্ত্রণালয়, বিপিডিবি, বিএডিসি, বিসিআইসিসহ বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর