বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

কোয়েল খামারে দিন বদল

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

কোয়েল খামারে দিন বদল

সংসার নিয়ে টানাটানির মধ্যে দিনযাপন করছিলেন হাফিজ হেলাল উদ্দিন ও আকলিমা বেগম দম্পতি। মসজিদের ইমামতি করে হেলাল যে টাকা পেতেন, তা দিয়ে তিন সন্তানসহ টেনেটুনে চলছিল জীবন। সংসারে একটু সচ্ছলতা আনতে কোয়েল পাখির খামার গড়ে তোলার উদ্যোগ নেন আকলিমা। ২০০ টাকা দিয়ে যে উদ্যোগের পথে পা  বাড়িয়েছিলেন আকলিমা, আজ সে উদ্যোগ তার সংসারে এনেছে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য। কোয়েলের খামারে দিন বদলে গেছে আকলিমার। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আংগারজুর গ্রামের হাফিজ হেলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম। জেলার বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও জামে মসজিদে ইমামতি করেন হেলাল উদ্দিন। আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় পাঁচজনের সংসারে ছিল অভাবের টানাপড়েন। অনেক ভেবেচিন্তে ২০১৫ সালের শেষ দিকে সংসারের হাল ধরার সিদ্ধান্ত নেন আকলিমা বেগম। আকলিমা বলেন, স্বামীর একার পক্ষে সংসার চালানো কঠিন ছিল। ভেবেচিন্তে কোয়েল পাখির খামার করার সিদ্ধান্ত নিই। বাজার থেকে ২০০ টাকায় কোয়েল পাখির একশ ডিম কিনে শুরু করি যাত্রা। ওই একশ ডিম মুরগির তা দিয়ে ফুটানোর পর ৪০টি বাচ্চা পান আকলিমা। বাচ্চাগুলো সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করেন। এরপর পূর্ণাঙ্গ কোয়েল পাখিগুলো ডিম দিতে শুরু করে। প্রতিদিন ৪০টি ডিম পেতে থাকেন আকলিমা। ঘরের মধ্যে কাঠের তাক বানিয়ে ডিমগুলো ফুটানোর ব্যবস্থা করেন তিনি। এ কাজে হারিকেন ব্যবহার করেন। ধীরে ধীরে আকলিমার খামারে বাড়তে থাকে কোয়েলের সংখ্যা। সেই সঙ্গে বাড়তে থাকে আয়ও। বর্তমানে খামার থেকে প্রতি মাসে সহস্রাধিক কোয়েল বিক্রি করেন তিনি। ২০০ টাকার মূলধন নিয়ে শুরু করা কোয়েলের খামারে এখন আকলিমার লক্ষাধিক টাকার মূলধন রয়েছে। আকলিমা বেগম বলেন, কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে কোয়েলের খামার শুরু করি। এ কাজে আমার স্বামী সব সময় সহযোগিতা করেছেন। এখন প্রতি মাসে গড়ে ১০ হাজার টাকা আয় আসে খামার থেকে। জানা গেছে, কোয়েলের খামার থেকে আসা আয় দিয়ে সংসারে সহযোগিতা করছেন আকলিমা। এ ছাড়া স্বামী-স্ত্রীর দুজনের আয় দিয়েই বাড়িতে পাকা ঘরও নির্মাণ করেছেন। ফলে আকলিমাকে প্রত্যয়ী নারীদের প্রতীক বলে মনে করেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম। তিনি বলেন, আকলিমা যেভাবে সাহসিকতার সঙ্গে কোয়েলের খামার করার উদ্যোগ নেন এবং তাতে সফলতা পান, তা প্রশংসার দাবিদার। চেষ্টা আর পরিশ্রমে যে সফল হওয়া সম্ভব, তা প্রমাণ করেছেন আকলিমা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর