শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতি

মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা ব্যাপক বিক্ষোভ

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে গতকাল বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ —বাংলাদেশ প্রতিদিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। এ সময় হেফাজতে ইসলাম আগামী ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেয় এবং ১১ ডিসেম্বর মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিলের কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বংলাদেশ। রাজধানীর   বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে এ বিক্ষোভ মিছিলগুলো বের হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে উত্তর ফটকে এসে শেষ হয়। এ সময় পুরানা পল্টন থেকে দৈনিক বাংলা মোড়ে ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এ দুই মোড়ে মোতায়েন ছিল।

হেফাজতে ইসলাম : হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমি বলেন, যতদিন পর্যন্ত জেরুজালেমকে রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার সিদ্ধান্ত পরিবর্তন না হবে, আমাদের সংগ্রাম চলবেই। বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল করে এবং মোনাজাত করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ‘কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনি স্বাধীন করো’ প্রভৃতি স্লোগান দেন।

ইসলামী আন্দোলন : বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ১১ ডিসেম্বর মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি পালিত হবে। সে দিন বায়তুল মোকাররম উত্তর গেটে সকাল ১০টায় জমায়েত শেষে পীর চরমোনাইর নেতৃত্বে মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল রওয়ানা দেবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামী ফ্রন্ট : দেশব্যাপী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর। শাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, ট্রাম্পের এ ঘোষণা শান্তিময় পৃথিবীকে অশান্ত করার হীন মন-মানসিকতার বহিঃপ্রকাশ। এ সময় বক্তব্য রাখেন সৈয়দ মুজাফ্ফর আহমদ, অ্যাডভোকেট হেলাল উদ্দীন, মুহাম্মদ নূরুল হক চিশতী প্রমুখ। এছাড়াও খেলাফত মজলিস, ইমান আকিদা সংরক্ষণ কমিটিসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ করে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিলেট : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সিলেটে বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদ থেকে সংগঠনগুলোর উদ্যোগে মিছিল বের করা হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম চরমোনাই। মিছিল-পরবর্তী সমাবেশে তিনি বলেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়ে আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা করতে চাচ্ছেন। এর প্রতিবাদে ১১ ডিসেম্বর সকাল ১০টায় বায়তুল মোকাররম থেকে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা দেন তিনি। ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মো. ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ, কেন্দ্রীয় নেতা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। এদিকে, ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে বাদ জুমা সিলেট কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা বিশ্ব মুসলিম হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। তাই বিশ্ব মুসলিম ঐক্য গড়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। মহানগর ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইন কামিলের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আবদুল হান্নান, সহসাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ। চট্টগ্রাম : ১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। গতকাল চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় শাহী মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়। হেফাজতে ইসলামের মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি হারুন ইজহার, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সরোয়ার কামাল আজিজী প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জুমার নামাজের পর হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যানারে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের যুগ্ম-সম্পাদক বাকী বিল্লাহ, দফতর সম্পাদক আবদুল হক, মুফতি এনামুল হক প্রমুখ। বক্তারা ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্ব মুসলিমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর