শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তারুণ্যে সরগরম ডিজিটাল মেলা

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যে সরগরম ডিজিটাল মেলা

ডিজিটাল মেলায় গতকাল শিশু-কিশোরের বিপুল উপস্থিতি ছিল —জয়ীতা রায়

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে ডিজিটাল তালা। কেউ যদি তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে তাহলে মালিকের ফোন নম্বরে পৌঁছে যাবে সতর্কবার্তা। শুধু তাই নয় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও এসে গেছে নতুন প্রযুক্তি।

এমন আরও নানা প্রযুক্তির দেখা পেতে গতকাল ছুটির দিনে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা পরিণত হয়েছিল জনসমুদ্রে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ছিল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের ঢল। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনীর পাশাপাশি চলছে বিক্রিও। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক প্রদর্শনী দেখতে লম্বা লাইনেও দাঁড়িয়েছিলেন দর্শনার্থীরা। এর মধ্যে শিশুদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। শুধু প্রদর্শনীই নয় সম্মেলন কেন্দ্রের কনফারেন্স কক্ষগুলোতে চলছিল বিভিন্ন বিষয়ে সেমিনার। মেলার তৃতীয় দিন চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন পদার্থবিদ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। এ ছাড়া ‘ই-গর্ভমেন্ট মাস্টার প্ল্যান ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আরেকটি সেমিনারে দেশের সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু। দেশের তথ্য-প্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর মতো করে গড়ে তুলতে হবে। এজন্য আমরা একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ সেন্টার অব এক্সিলেন্স স্থাপন করতে চাই। যেখানে চারটি বিশেষ ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল তৈরি করা হবে। এগুলো হলো— সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিকস এবং ইন্টারনেট অব থিংস।

সর্বশেষ খবর