শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পিয়াজের দাম বাড়ছেই

চালের বাজারেও অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। এদিকে ৩৯ টাকা কেজি দরে চাল কেনার সরকারি ঘোষণাকেও দায়ী করছেন সাধারণ বিক্রেতারা। সরকারিভাবে চাল কেনা ও বিদ্যুতের দাম বৃদ্ধির আগে চালের বাজার প্রায় পক্ষকাল সময় স্থিতিশীল ছিল বলে দাবি করেন তারা। দুই দিনের মাথায় গতকাল চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৩-৪ টাকা। আর পিয়াজের দাম বেড়েছে ২০-৪০ টাকা। দফায় দফায় চাল, কাঁচামরিচ ও পিয়াজের ঊর্ধ্বমুখিতায় শুধু ভোক্তা নন, খুচরা বিক্রেতারাও বেশ শঙ্কিত। রাজধানীর বাজারে দেশি পিয়াজের দাম ১০০ ছাড়িয়েছে বেশ আগেই। দাম বাড়তে বাড়তে এখন তা দেড়শ টাকা ছুঁই ছুঁই। আমদানি করা প্রতিকেজি পিয়াজ ৮০ টাকা। দেশি ১৩০-১৪০ টাকা। কোথাও কোথাও ১৫০ টাকা বিক্রি হচ্ছে। মঙ্গলবার এই পিয়াজের দাম ছিল ৯০-১০০ টাকা। পরদিন তা বেড়ে হয় ১১০-১২০ টাকা। আর মিনিকেট চালের দাম ৬৫-৭০ টাকা। মঙ্গলবার এর দাম ছিল ৫২-৬০ টাকা। আটাশ চাল ৪৮-৫২ টাকা প্রতিকেজি। দুই দিন আগে বিক্রি হয়েছে ৪০-৪২ টাকায়। পারিজাত চাল বর্তমানে প্রতিকেজি ৪৫-৪৬ টাকা। দুই দিন আগে ছিল ৪২ টাকা। নাজির ৭০-৭৮ টাকা। একদিনের ব্যবধানে বেড়েছে দুই টাকা। কাটারিভোগ ৮০ টাকা। বুধবার এ চালের দাম ছিল ৭০-৭৫ টাকা। ফার্মের মুরগির লাল ও সাদা ডিম প্রতি ডজন ৮০-৮৫ টাকা। দুই দিন আগে সাদা ডিম বিক্রি হয়েছে ৭৫ টাকায় এবং লাল ডিম বিক্রি হয়েছে ৭৮ টাকায়। হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩০ টাকায়। গতকাল কারওরান বাজার, রামপুরা, মালিবাগ ও খিলগাঁওয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র।  জানতে চাইলে কারওয়ান বাজারের চালের পাইকার শহীদুল্লাহ জানান, কয়েক দিন আগে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তখন ঘোষণা দেওয়া হয় যে বর্ধিত দাম নভেম্বর থেকে কার্যকর হবে। এর জন্যই মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছেন। বেলাল হোসাইন নামে আরেক ব্যবসায়ী জানান, মোটা চালের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। কেজি ৪০ টাকায় বিক্রি হতো। সরকারিভাবে ৩৯ টাকায় কেনার সিদ্ধান্তের পরই ২-৩ টাকা বেড়ে যায়। তার পরামর্শ, চালের বাজার স্থিতিশীল রাখতে আটাশ চালের আমদানি আরও বাড়াতে হবে। শীতকালীন শাকসবজির ব্যাপক আমদানি থাকলেও দাম তুলনামূলক বেশি। কাঁচামরিচের ঝাল এখনো তীব্র। কাঁচামরিচ প্রতিকেজি ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, গতকাল বাজারে প্রায় প্রতিটি সবজির দাম কমেছে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।  স্থিতিশীল ছিল মাছ ও মাংসের দাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর