শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভাতিজা আসিফকে বহিষ্কার করলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

দলের নির্দেশ অমান্য করে আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর মহানগর জাপার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গতকাল সকালে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আসিফকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব ধরনের পদ ও পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পার্টির কোনো সদস্য আসিফ শাহরিয়ারের পক্ষে তার নির্বাচনী কাজে অংশ নিলে তাকেও বহিষ্কার করা হবে বলে নির্দেশনা জারি করেছেন এরশাদ। আসিফ সম্পর্কে এরশাদের ভাতিজা। এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে ও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য আসিফকে নির্দেশ দিয়েছিলেন এরশাদ। সে নির্দেশ অমান্য করলে জাতীয় পার্টির সব পদ ও পদবি থেকে তাকে বহিষ্কার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু আসিফ এই নির্দেশ উপক্ষো করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন। আসিফের এই বহিষ্কারের মধ্যদিয়ে জিএম কাদের ছাড়া রংপুরে এরশাদের জাতীয় পার্টিতে পরিবারের আর কেউ থাকলেন না। অন্যদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর